ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর কলেরাপ্রবণ ছয় এলাকায় টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশিত: ০০:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 রাজধানীর কলেরাপ্রবণ ছয় এলাকায় টিকাদান কর্মসূচি শুরু

অনলাইন রিপোর্টার ॥ দেশকে কলেরামুক্ত করার অংশ হিসেবে রাজধানীর কলেরাপ্রবণ ছয় এলাকায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত। সিটি করপোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ৩৬০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে দেশকে কলেরামুক্ত করতে বুধবার থেকে খাওয়ানো হচ্ছে টিকার প্রথম ডোজ। এক মাস পরে টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে। রাজধানীতে সবচেয়ে কলেরাপ্রবণ ৬টি এলাকা হলেও মোহাম্মদপুর, আদাবর, দারুসসালাম, কামরাঙ্গীর চর, হাজারীবাগ ও লালবাগ এলাকা। এই ছয় এলাকার ১৬টি ওয়ার্ডে ১৯ থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ১২ লাখ ডোজ টিকা খাওয়ানো হবে। এক বছরের বেশি বয়সী যে কেউ মুখে খাওয়াতে এই টিকা নিতে পারবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইসিডিডিআরবি পরিচালিত এক জরিপে দেখা গেছে, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কলেরার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ডায়রিয়াজনিত রোগের মধ্যে ২০ শতাংশই কলেরার জীবাণুবাহী।
×