ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণের দাম ভরিতে বাড়ল এক হাজার ১৬৬ টাকা

প্রকাশিত: ১২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 স্বর্ণের দাম ভরিতে  বাড়ল এক হাজার  ১৬৬ টাকা

স্টাফ রিপোর্টার ॥ স্বর্ণের দাম আবার বেড়েছে। মাত্র দেড় মাসের ব্যবধানে সব ধরনের স্বর্ণের দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার থেকে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালমানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫৪ হাজার ১৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৪০৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেট বিক্রি হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়। দাম বাড়ার কারণ ব্যাখা করতে গিয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, গোল্ডের আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে উঠেছে। গত দুই দিনে প্রতি আউন্স (২.৬৮৪ ভরি) ৪০ ডলার বেড়েছে। করোনাভাইরাসের কারণে চায়নার অর্থনীতি খারাপ হবে-এ আশঙ্কায় সে দেশের লোকজন এখন তাদের কারেন্সি দিয়ে প্রচুর গোল্ড কিনে মজুদ করছে। সে কারণেই দাম বাড়ছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে বলে জানান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। মঙ্গলবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে স্বর্ণের দাম বাড়নো হয়েছে।
×