ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার প্যারোলের আবেদন তার পরিবারের বিষয় ॥ ফখরুল

প্রকাশিত: ১০:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

  খালেদার প্যারোলের  আবেদন তার পরিবারের বিষয় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলের জন্য আবেদন করা হবে কি না সেটা পরিবারের বিষয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে তাঁতি দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি হাঁটাচলা করতে পারেন না। বর্তমানে তার শরীরের যে অবস্থা তাতে যে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা বলেছি যে, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ফখরুল বলেন, দেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করতে হয় তাহলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া হবে না। এ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে জামিন না দিয়ে তাকে আটক করে রেখেছে। তবে বিএনপি প্যারোল নয়, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি চায়। শুধু বিএনপি নয়, দেশের জনগণও তাঁর মুক্তি চায়। ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোলের বিষয়ে দলের পক্ষ থেকে কোন কথা বলা হয়নি। খালেদা জিয়ার প্যারোল চাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনী প্রক্রিয়ায় মুক্তি না হলে প্যারোলের জন্য আবেদন করা হবে কি না তা সম্পূর্ণভাবে তার পরিবারের বিষয়, এ বিষয়ে সিদ্ধান্ত খালেদা জিয়া নিজে কিংবা তার পরিবারের সদস্যরাই নেবেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। খালেদা জিয়ার প্যারোল নিয়ে আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কোন কথা হয়নি। তবে খালেদা জিয়ার প্যারোল নিয়ে ওবায়দুল কাদেরের এভাবে কথা বলা কতটুকু সঠিক হয়েছে সেটা তিনিই বিবেচনা করবেন। ফখরুল বলেন, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখব। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রামকে আরও বেগবান করব।
×