ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা

২০১৭ সালে নিরাপত্তা বাহিনী ইংরেজী ভাষীদের প্রতিবাদ দমনের পর উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আবির্ভাব হয়। বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় আমবাজোনিয়া নামে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। কিন্তু ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া ওই বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা দেন। ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে এক হামলার ঘটনায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। এনতুম্বো গ্রামে নিহতদের অর্ধেকেরও বেশি শিশু বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। নিহতদের কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার হামলার ঘটনাটি ঘটলেও কোন পক্ষ এর দায় স্বীকার করেনি, তবে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে ক্যামেরুনের বিরোধী দল; জানিয়েছে বিবিসি। তিন বছর ধরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ক্যামেরুন সরকার, প্রায় তিন দিন পার হলেও ঘটনাটি নিয়ে তারা কোন মন্তব্য করেনি। সূত্র : ইন্টারনেট
×