ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পন্য উদ্ধার

প্রকাশিত: ০৮:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পন্য উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলা কাষ্টমস হাউজে আজ মঙ্গলবার দুপুর ২ টায় বুড়িমারী ৬১ বিজিবি সাড়ে ৪ লাখ ৬৮ হাজার ৪শত টাকা মূল্যের ভারতীয় পন্য জমা দিয়েছে। বুড়িমারী ৬১ বিওপি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭ টায় বুড়িমারী স্থলবন্দরের প্রবেশ পথের জিরো পয়েন্টে পরিত্যাক্ত অবস্থায় রংপুর ৬১ বিজিবির বুড়িমারী ক্যাম্পের সদস্যরা ১৫টি ভারতীয় রেডি মি অত্যাধুনিক মোবাইল ফোন, ৩৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমান ভারতীয় বিয়ের সেরওয়ানী, মেয়েদের ল্যাগেঙ্গগা, সার্টে পিচ, মোকমলের ব্যানারশি শাড়ি, ছোটেদের গেঞ্জি ও ছোটদের সেরওয়ানী। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার ৪শত টাকা। বুড়িমারী ৬১ বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফারুক হোসেন জানান, আজ মঙ্গলবার উদ্ধারকৃত ভারতীয় পন্য গুলো দুপুরের পর পাটগ্রাম কাষ্টমস্ হাউজে জমা দেয়া হয়েছে। ভারতীয় পন্য গুলো বুড়িমারী ইমেগ্রেশন রুট ও বন্দরের প্রবেশ পথের শূন্য পয়েন্টে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে।
×