ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রকাশিত: ০৫:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁয় ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলার শতকরা ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই । মহান ভাষা দিবসের দিন এলাকার হাজারো শিক্ষার্থীকে অস্থায়ীভাবে গড়ে তোলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভাষা আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ না করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নতুন প্রজন্ম ভাষা দিবস সম্পর্কে তেমন কোন ধারনা নিতে পারেনা। ১৯৫২ সালের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশে তরুণ সমাজ। সেসব ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। আমাদের ভাষা আন্দোলনকে ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় দিবসটির গুরুত্ব আরও বেড়ে গেছে। ২১ ফেব্রুয়ারিতে এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। ভাষা আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। জেলা প্রাথমিক শিক্ষা ভবন সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার ১১টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৩শ’ ৭৫টি। এর মধ্যে শতকরা ১০ ভাগ স্কুলে শহীদ মিনার রয়েছে। অবশেষে শতকরা ৯০ ভাগ স্কুলে কোন শহীদ মিনার নেই। জেলার মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটিতে শহীদ মিনার থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদমিনার নেই। জেলা সদর ও উপজেলা সদরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালনের লক্ষে ওইদিন শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরী করে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অস্থায়ীভাবে চেয়ার,টেবিল,কলা গাছ,কাঠ,বাঁশ দিয়ে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করে। ধামইরহাট উপজেলার কাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান বলেন,অনেক বার বিভিন্ন জায়গার শহীদ মিনার নির্মাণের জন্য আবেদন করেও কোন ফল পাইনি। বাধ্য হয়ে প্রতি বছর কলার গাছ ও ইট দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানানো হয়। ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী লিমা পারভীন জানায়, ভাষা দিবসে আমরা কলার গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানাই। এলাকার অভিভাবকগণ নতুন প্রজন্মকে বঞ্চিত না করে দ্রুত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের দাবি জানান। এব্যাপারে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এই মুজিববর্ষেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের সরকারী পরিকল্পনা রয়েছে।
×