ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত-৪

প্রকাশিত: ০২:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত-৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শেখেরখীল ইউ,পি’র চেয়ারম্যান ঘাটা এলাকার প্রধান সড়কে সিএনজি-অটোট্যাক্সি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়েছে অন্তত ৪ জন। আহতদের মধ্যে মোটর সাইকেলের চালক মো.আবদুল হালিম(২৭) কে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনায় অন্যান্য আহতরা হলেন- আবদুর রহমান(২৭), রুজিনা আক্তার (২০) প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,পুইছড়ি প্রেম বাজার হতে উপজেলা সদরগামী নাম্বার বিহীন সিএনজি অটোট্যাক্সি শেখেরখীল ইউ,পি’র চেয়ারম্যানঘাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আশা মোটর সাইকেলের ৩ আরোহীসহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পড়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। সেখানে মোটর সাইকেল আরোহী গন্ডামারা ইউ,পি ৭নং ওয়ার্ডের দরফ আলী সিকাদর বাড়ির নুরুল আলমের পুত্র আবদুল হালিমের(২৭) অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
×