ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাট সরকারি শিশু পরিবারের কিশোরীর আত্মহত্যার চেষ্ট

প্রকাশিত: ০৯:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাট সরকারি শিশু পরিবারের কিশোরীর আত্মহত্যার চেষ্ট

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট সরকারি শিশু পরিবারের এক কিশোরী নুরী আক্তার (১৪) সাবানের গুড়া খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। আজ সোমবার দুপুর দুই টায় গুরুতর অসুস্থ্য অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে সরকারি শিশু পরিবারের কিশোরীকে নেওয়া হয়। সেখানে কতব্যরত চিকিৎসরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় শহরে চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে। সরকারি শিশু পরিবারটির মধ্যে শিশু কিশোরীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। সেই সাথে সরকারি শিশু পরিবারটির অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। গুরুতর অসুস্থ্য এতিম কিশোরী নুরী আক্তার(১৪) রাজশাহী বেবী হোম থেকে এসে লালমনিরহাট শিশু পরিবারে বসবাস করছে। শিশু পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সমাজসেবা মন্ত্রণালয় পরিচালিত লালমনিরহাট সরকারি শিশু পরিবারে থেকে লেখাপড়া করছে কিশোরীর নুরী আক্তার। আজ সোমবার দুপুরে সবার অজান্তে সাবানের গুড়া খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে সেখানকার দায়িত্বরত খালারা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় নুরী আক্তারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এতিম কিশোরী নরী আক্তারের চিকিৎসা চলছে। কেন ও কি কারনে কিশোরীটি আতœহত্যার চেষ্টা চালায় জানা যায়নি। তবে এই ঘটনায় সরকারি শিশু পরিবারটির অবস্থাপনার চিত্র আবারো ফুঠে উঠেছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন হতে তদন্তম টিম করা হয়েছে। লালমনিরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাধায়ক মকবুল হোসেন জানান, কিশোরী মেয়েটি মানসিক ভারসম্যহীন। এই মূহুর্তে এর বাইরে তার কোন কিছুয জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তাকে জানানো হয়েছে কিশোরী মেয়েটি সাবান গুড়া খেয়ে অসুস্থ হয়েছে। তার সু চিকিৎসা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
×