ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত পাঁচ বছরে ইঁদুর নষ্ট করেছে পৌণে পাঁচ লাখ মেট্রিক টন ফসল : সংসদে কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

গত পাঁচ বছরে ইঁদুর নষ্ট করেছে পৌণে পাঁচ লাখ মেট্রিক টন ফসল : সংসদে কৃষিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ গত পাঁচ বছরে ইঁদুরে ৪ লাখ ৭৪ হাজার ৮০৫ মেট্রিক টন ফসল নষ্ট করেছে। প্রতি বছর ইঁদুরের আক্রমনে আমন ধানের ৫-৭ শতাংশ, গমের ৪-১২ শতাংশ, আলু ৫-৭ শতাংশ, আনারস ৬-৯ শতাংশ নষ্ট হয়। গড়ে মাঠে ফসলের ৫-৭ শতাংশ এবং গুদামে জাত শস্য ৩-৫ শতাংশ ক্ষতি করে থাকে এই ইঁদুর। এরমধ্যে ২০১৮ সালে ইঁদুরের আক্রমণে প্রায় এক লাখ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে কৃষিমন্ত্রী জানান, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ও নিম্নমানের কীটনাশক বিক্রয় বন্ধের লক্ষ্যে বর্তমান সরকার বালাইনাশক আইন ২০১৮ প্রণয়ন করেছে। নতুন বালাইনাশক বিধিমালা প্রণয়নের কাজ চলছে। মাঠ পর্যায়ে প্রত্যেক উপজেলায় বালাইনাশক ডিলারের দোকান, গুদাম পরিদর্শন করার জন্য বালাইনাশক পরিদর্শক রয়েছে। নিম্নমানের বালাইনাশক পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা সদাতৎপর রয়েছে। কোথাও কোন ভেজাল, অননুমোদিত নিম্নমানের বালাইনাশক পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। সরকারি দলের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ থেকে ৭ লাখ অর্কিড ফুলের ষ্টিকের চাহিদা রয়েছে। বছরে ৩ লাখ হতে সাড়ে ৩ লাখ অর্কিড ফুলের ষ্টিক উৎপাদিত হয় এবং প্রায় ৩ লাখ হতে সাড়ে ৩ লাখ অর্কিড ফুলের ষ্টিক আমদানি করতে হয়। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, পেঁয়াজ-রসুন ও আদা জাতীয় ফসল যেহেতু বাংলাদেশে উৎপাদনযোগ্য, সেহেতু উৎপাদনকারী কৃষকদেরকে ভর্তুকি ও প্রণোদনা প্রদানের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩৩ লাখ মেট্রিক টন। গত বছরে পেঁয়াজের উৎপাদন ২৩ লাখ ৩০ হাজার লাখ মেট্রিক টন। অন্যদিকে রসুনের চাহিদা প্রায় ৬ লাখ ৫৫ হাজার মেট্রিক টন, গত বছর রসুনের উৎপাদন হয়েছে ৬ লাখ ১৩ হাজার মেট্রিক টন।
×