ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর ২৩ শিল্পকারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর ২৩ শিল্পকারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস বিচ্ছিন্ন

অনলাইন রিপোর্টার ॥ পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধনাগার- ইটিপি কমপ্লায়েন্স না থাকার অভিযোগে রাজধানীর শ্যামপুরের কদমতলীতে ২৩টি কারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে এসব ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি বায়ুদূষণ ও পরিবেশ দূষণের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। সংস্থাটির মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক রুবিনা ফেরদৌস জানান, এসব কারখানার বর্জ্য সরাসরি বুড়িগঙ্গায় ফেলার কারণে নদী দূষণ হচ্ছে। তাই এসব কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে রুল জারি করেছে হাইকোর্ট। তবে, বর্জ্য ব্যবস্থাপনায় পুরোপুরি কম্প্লাইন্টস করতে পারলে পুনরায় সেবার সংযোগ দেয়া হবে বলে জানান তিনি।
×