ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমিরাতের একঝাঁক প্রবাসী তরুন তরুণীর বসন্ত বরণ

প্রকাশিত: ০৪:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

আমিরাতের একঝাঁক প্রবাসী তরুন তরুণীর বসন্ত বরণ

সাইফুল ইসলাম তালুকদার, আরব আমিরাত ॥ বসন্ত উৎসব পালন করেছে আরব আমিরাতের একঝাঁক প্রবাসী তরুন তরুণী। গত শুক্রবার শ্রাবণের প্রথমদিনে আজমানের হিলো নামক স্থানে ভালবাসা ও বসন্ত উৎসব নামের ব্যানারে এক ঝাক প্রবাসী তরুণ তরুণী এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজনে ছিল বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম সঙ্গীত পরিবেশন, কমেডি, কবিতা আবৃতি সহ মহিলা পুরুষদের হরেক রকম প্রতিযোগিতা। অনুষ্টানে ফাল্গুনকে বরণ করার লক্ষ্যে তরুণী ও মহিলাদের ছিল হলুদ রংগের শাড়ি, চুলের কোপায় নানা রকম ফুলের সমাহার। পুরুষ ও তরুনদের ছিল লাল পাঞ্জাবী ফতুয়া সহ নানা রংগের সাজে যেন অলংকৃত হয় এই অনুষ্ঠান। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও এমন চমৎকার আয়োজন নজর কাড়ে ভিন দেশীদেরও। আয়োজকরা বলেন,দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে প্রবাসে নতুন প্রজম্মের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আয়োজকরা হলেন-মামুন রেজা, জেরিন তামান্না, নাজমুল হক,মিজান,লুবা, জায়েদ পারভেজ ঈমাম, পপি, আলি আহসান, বীথি আহসান, জুলফিকার আলী হায়দার, মুরশেদ, মমতাজ,মামুন রশিদ, মুফিজুর রহমান। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন টুকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহামুবুল আলম মানিক সিআইপি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নারী উদ্যোক্তা জেসজিন আকতার সিআইপি।
×