ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নারীকে রমেকে ভর্তি

প্রকাশিত: ০২:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নারীকে রমেকে ভর্তি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি চাইনিজ শিল্পকারখানার কোম্পানিতে কর্মরত এক নারী চীনা নাগরিক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ রবিবার দুপুরে রংপুর মেডি্ক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার নাম জিংজং (২৯)। রমেকের চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করেছে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। জানা যায়, ওই চীনা নাগরিক গত ৪ ফেব্রুয়ারী চীন থেকে বাংলাদেশের আসে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার শারীরিক পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হলে তিনি নীলফামারী উত্তরা ইপিজেডে এসে কাজে যোগদান করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, চীনা নাগরিক ওই নারী গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্ম্মন জানান, নীলফামারীতে ৩০ জন চীনা নাগরিক বিভিন্ন শিল্পকলকারখানায় কর্মরত। ঘটনাটি জানার পর উত্তরা ইপিজেডে থানা অন্যান্য চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেখানে মেডিকেল টিম কাজ করছে।
×