ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় আক্রান্ত চীনা দম্পতির ভালোবাসা

প্রকাশিত: ২২:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০

করোনায় আক্রান্ত চীনা দম্পতির ভালোবাসা

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনে ১ হাজার ৬৬২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬৮ হাজারেরও বেশি। এ রোগ চীনের বাইরেও একাধিক দেশে আঘাত হেনেছে। শুধু চীনেই নয়, অন্যান্য দেশেও ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে করোনা আক্রান্ত ব্যক্তি, পরিবার, এলাকা বা দেশ থেকে দূরে থাকার প্রবণতা লক্ষ্য করা গেছে। করোনা আতঙ্কে বৈশ্বিক যখন এই অবস্থা তখন একটি ভিডিও সবার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানাগত এক বৃদ্ধাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন অশীতিপর এক বৃদ্ধ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা দুজনই করোনা আক্রান্ত রোগী। যেকোনো সময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাদের। তবে জীবনের অন্তিম মুহূর্তে এসে এই বৃদ্ধ তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা রীতিমতো বিস্ময়ের। গত ১২ ফেব্রুয়ারি ভিডিওটি শেয়ার করেছে পিপলস ডেলি নামে চীনের একটি পত্রিকা। সেখানে শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব। প্রতিটা দিন। ওষুধের বোতল হাতে কোভিড১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত ৮৭ বছরের বৃদ্ধ পাশের ওয়ার্ড থেকে কোভিড১৯ আক্রান্ত তার স্ত্রীকে দেখতে এসেছেন। তারপর খুবই শান্তভাবে স্ত্রীকে পানি ও খাবার খাইয়ে দিয়েছেন। আশা, তার স্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ হৃদয়স্পর্শী এই ভিডিও নেটিজেনদের কাঁদিয়েছে। একজন লিখেছেন, ‘এটাই প্রকৃত ভালোবাসা। দেখে খুবই খুশি হলাম। তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’ আরেকজন লিখেছেন, ‘যা-ই ঘটুক না কেন, তারা একসঙ্গেই থাকবে। তাদের এ ভালোবাসা কখনও পৃথক হওয়ার নয়। সহমর্মিতা চীনের জন্য।’আরেকটি পোস্টে বলা হয়েছে, ‘আমি আশা করি, শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হবে।’
×