ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বাগমারায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষে ক্যামেরা ভাংচুর, আহত ১০

প্রকাশিত: ০৯:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীর বাগমারায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষে ক্যামেরা ভাংচুর, আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে সময় টেলিভিশনের ক্যামেরা। আহতদের মধ্যে বিষু পাড়া মহল্লার ইষানের (২২) অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্্র ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২ টার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবু তার কয়েকজন সহযোগি নিয়ে তাহেরপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অবস্থান করেন। এ সময় তাহেরপুর পৌর মেয়র ও বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম তার ২০/২৫ জন সহযোগিকে নিয়ে আর্ট বাবুর সহযোগিদের উপর হামলা চালায়। পরে লাটিপেটা করে সেখান থেকে তাদের বের করে দেওয়া হয়। এতে আর্ট বাবুর আট থেকে দশজন কর্মী আহত হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, প্রধান অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে পুলিশের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভিডিও ধারন করতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকেও ব্যাপক মারধর করা হয়। তার ক্যামেরাও ভাংচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাহারায় আর্ট বাবু ঘটনাস্থলে ত্যাগ করেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা একটার দিকে তাহেরপুর পৌর অডিটোরিয়াম সম্মেলন স্থলে এসে অনুষ্ঠানিক ভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর রহমানকে সভাপতি, প্রভাষক কাউসার রহমানকে সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়রর আবুল কালাম আজাদকে পূণরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগের সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পুর ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। আরইউজে নেতৃবৃন্দ অতিদ্রুত পাপ্পুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরইউজে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে, উল্লেখ করেন, সাংবাদিক পাপ্পুর ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং তার ক্যামেরা ভাঙচুরের ঘটনার তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
×