ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারী অগ্রযাত্রার মডেল : এমিলি

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারী অগ্রযাত্রার মডেল   :  এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমায় নূরুন্নাহার ক্যাডেট মহিলা মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠাকিভাবে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। উদ্বোধনী এই অনুষ্ঠানে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। ৪০ শতাংশ জমির ওপর মাদরাসাটির নির্মাণ কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ মুফতি সরওয়ার হোসাইনের সভাপতিত্বে এই আয়োজনে উদ্বোধক হিসাবে অংশ নেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ মো. ইদ্রিস আলী শেখ। প্রধান বক্তা ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ভারপ্রাপ্ত খতিব আলহাজ মুফতি মহিউদ্দিন কাসেম। মুখ্য আলোচক ছিলেন কলমা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোতালেব শেখ। বিশেষ অতিথি হিসাবে অংশ নেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার কন্যা এবং একমি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট স্নিগ্ধা সিনহা ও রূপসী গ্রুপরে চেয়ারম্যান আলহাজ মো. সোহরাওয়ার্দী শেখ। আরও অংশ নেন আলহাজ আলী হোসেন মতু, কলমা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সজীব আহম্মেদ টুলু ও মো. আমির হোসেন। মাদসাটির জমি দাতা নূরুন্নাহার বেগমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লৌহজং উপজেলার জামে মসজিদের ইমাম ও খতিবসহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ তাহের কাসেমী। প্রধান অতিথির ভাষণে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারী অগ্রযাত্রার মডেল। নারীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা গোটা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। সুশিক্ষিত নারীই পারে পরিবার তথা সমাজকে বদলে দিতে। বতর্মান সরকার মান সম্মত ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের মূল্যবোধকে জাগরুক করার জন্য সুশিক্ষার বিকল্প নেই। ইসলাম উদরতার শিক্ষা দেয়। ইসলাম নারীদের সম্মানের আসনের আসীন করেছে। ইসলাম প্রচারের জন্য সর্ব প্রথম শহীদ হয়েছেন একজন নারী সাহাবী হযরত সুমাইয়া (রা.)। তাই নারীদের সকল অর্জকে সম্মান জানাতে হবে। নারীদের নিজেদেরকে যথাযথভাবে তৈরী তরতে হবে। যাতে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়। সভাপতির ভাষণে মুফতি সরওয়ার হোসাইন বলেন, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়য়ে নারীদের সুশিক্ষিত করার প্রয়াসে মাদরাসাটি প্রতিষ্ঠা করা হচ্ছে। নারী জাগরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বলিষ্ঠ পদক্ষেপ রাখবে। এই প্রতিষ্ঠানের শিক্ষা কৌশলও হবে আন্তর্জাতিক মানের। বিশ^ায়নের এই যুগে মান সম্মত শিক্ষা অর্জনের বিকল্প নেই। তাই এখানকার নারীদের সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি যথাযথভাবে ভূমিকা রাখবে। আয়োজনটির উদ্বোধক আলহাজ মো. ইদ্রিস আলী শেখ বলেন, “এই অঞ্চলের নারী শিক্ষার জাগরণে প্রতিষ্ঠানটি ভাল ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।” তিনি মাদরাসা ভবণের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। বিশেষ অতিথি একমি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট স্নিগ্ধা সিনহা বলেন, এই অঞ্চলের মাটি আমার শরীরে আছে। তাই এই অঞ্চলের মানুষের প্রতি আমার এবং আমার পরিবারের বিশেষ ভালবাসা রয়েছে। মাদরাসাটির উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। বিশেষ অতিথি রূপসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. সোহরাওয়ার্দী শেখ বলেন, আলোকিত মানব সম্পদ তৈরীর ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখবে ইনশাল্লাহ্। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবো। মুখ্য আলোচক কলমা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোতালেব শেখ বলেন, মাদরাসাটির শিক্ষার্থীরা যাতে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে তাই ১০টি কম্পিউটারে একটি কম্পিউটার ল্যাব করে দেয়া হবে। মাল্টিমিডিয়া ক্লাস রুম করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ভারপ্রাপ্ত খতিব আলহাজ মুফতি মহিউদ্দিন কাসেম বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্ম মানুষের কল্যাণের কথা বলে। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই। তাই আমাদের সকলের ইসলামের প্রকৃত আদর্শকে ধারণ করতে হবে।
×