ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে জাপা : জি এম কাদের

প্রকাশিত: ০৬:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে জাপা : জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি সব সময় বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলছে জাপা। মানুষের ভাগ্য উন্নয়নে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে সাঈদ তারেক রচিত “আমার দেখা এরশাদ” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সব কথা বলেন। “আমার দেখা এরশাদ” বই প্রসঙ্গে সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই বইতে দেশের রাজনীতিতে জাতীয় পার্টির ইতিহাস অসাধারণ ভাবে ফুটে উঠেছে। যারা রাজনীতি করছেন, তাদের জন্য “আমার দেখা এরশাদ” বইটি ডকুমেন্ট হিসেবে কাজে আসবে। বইয়ের লেখক ও বিশিষ্ট সাংবাদিক সাঈদ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ ইকবাল হোসেন তাপস, মোঃ বেলাল হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য আবু জায়েদ আল মাখন সরকার, মোঃ হেলাল উদ্দিন, মাসুদুর রহমান মাসুম, মিজানুর রহমান মিরু, মোঃ জহিরুল ইসলাম মিন্টু, ফজলুল হক ফজলু, মোঃ শাহাজাহান কবির, মোঃ শহিদ হোসেন সেন্টু, মেহবুব হাসান, কেন্দ্রীয় নেতা- মোস্তাকিম বিল্লাহ, মোঃ ফারুক শেঠ, মোঃ সোলায়মান সামি , জিয়াউর রহমান বিপুল প্রমুখ। ব্রাক্ষণবাড়িয়া জেলা জাপার নেতাদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সঙ্গে মত বিনিময় করেছেন ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ। শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনকে আরো গতিশীল করতে তৃণমূল নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন দলের চেয়ারম্যান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্রাক্ষনবাড়িয়া জেলা সম্মেলন সম্পন্ন করতে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং অতিরিক্ত মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে একটি আহবায়ক কমিটি প্রস্তুত করতে দায়িত্ব দেন। দ্রুত সময়ের মধ্যে আহবায়ক কমিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টির সম্মেলন করবে। ব্রাক্ষনবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য করেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু প্রমুখ।
×