ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

মোটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিয়েছে এমন সন্দেহে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ (১৮) নামে এক মোটর শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। ঘটনার সময় শুভকে বাঁচাতে এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীদের হামলায় ফারুক, জুম্মন, রফিক, মোজাম্মেল ও হৃদয় নামের পাঁচ ব্যক্তি আহত হন। এদের মধ্যে জুম্মনের অবস্থা আশঙ্কাজনক। হত্যাকাণ্ডে জড়িত মাদক ব্যবসায়ীদের মধ্যে জনি, আনিস, অনিক, শাকিল, হৃদয় , রবিন, হাসু ও সজিবের নাম জানা গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনের রাস্তার গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল, উপ-পরিদর্শক হাফিজুর, মুজিবুর, গৌতম, সহকারী উপ-পরিদর্শক মোমেন ও হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় রাত ১২টার দিকে পুলিশ মারিয়া ও আতিক নামে দু’জনকে আটক করে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজ আরটিভি অনলাইনকে জানান, নিহতের মাথার পেছনে রড দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে শুভর মৃত্যু হয়েছে। নিহত শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতালসংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন। হামলাকারী জনি শিমরাইল উত্তরপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার স্ত্রী বিথিও চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
×