ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দারোগার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

দারোগার ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্ব ভালোবাসা দিবসে মূলত নানানভাবে প্রিয়জনদের কাছে নিজের ভালোবাসা ফুটিয়ে তুলতে চান সবাই। এরমধ্যে কেউ কেউ ব্যতিক্রম অনেক কিছুই করে থাকেন। তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে পুরো বরিশাল বিভাগজুড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার বানারীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জাহিদ হোসেন। তিনি বিশ্ব ভালোবাসা দিবসে ফুলের পরিবর্তে একটি মাদ্রাসায় ১৩টি পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার দিদিহার নলেশ্রী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়েছেন এসএসআই জাহিদ হোসেন। তিনি বলেন, সবাই ফুলসহ নানানভাবে ভালোবাসা দিবস উদ্যাপন করেন। কিন্তু আমি চিন্তা করলাম নিজের বেতনের টাকায় এ মাদ্রাসাটিতে কিছু কোরআন শরীফ দেই। যা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।
×