ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদিবাসী শিশুদের প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবি

প্রকাশিত: ০৩:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আদিবাসী শিশুদের প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু ও আদিবাসী শিক্ষক নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। আজ শনিবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রতিশ টপ্য, রাজশাহী কলেজ শাখার সভাপতি সাবিত্রী হেমব্রম, কোষাধক্ষ অনিল রবিদাস, দফতর সম্পাদক পলাশ পাহান প্রমুখ। এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বিভূতী ভুষণ মাহাতো বক্তব্য রাখেন। এছাড়া কর্মসূচিতে অংশ নিয়ে অন্যদের মধ্যে কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বাজশাহী সভাপতি শাহাজাহান আলি বরজাহান, ন্যাপ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, নবজাগরন ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার আদিবাসীদের ৬ টি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষাব্যবস্থা চালু করলেও স্কুলগুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে পারে নি। উত্তরবঙ্গের একটি বহুল ব্যবহৃত আদিবাসী ভাষা হল সাদরি। কিন্তু যেসব স্কুলে সাদরি ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু আছে। সেখানে আদিবাসী শিক্ষক ছাড়াই বাঙালি শিক্ষকদের দিয়ে পাঠদান চলছে। এতে আদিবাসী শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহনে বিভ্রান্তÍ হচ্ছে। মানববন্ধন থেকে দ্রুত এই সকল স্কুলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।
×