ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিউলেক্স ও এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

প্রকাশিত: ০২:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

কিউলেক্স ও এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুই সপ্তাহব্যাপী কিউলেক্স ও এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। নতুন ও পুরনো ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে চলবে এ কার্যক্রম। আজ শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা। এবছর প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করছে ডিএনসিসি। জানা গেছে, ক্র্যাশ প্রোগ্রামে নিয়মিত ফগার মেশিনের পাশাপাশি ডিএনসিসির আনা নতুন তিন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এসব যন্ত্রপাতির মাঝে আছে ২০টি করে হুইল ব্যারো এবং মিস্ট ব্লোয়ার পাওয়ার স্প্রে এবং দুইটি ভেহিক্যাল মাউন্টেন্ড ফগার মেশিন। ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, আমরা শুধু দেখানোর জন্য কাজ করি না, কাজের জন্য কাজ করি। এই ক্র্যাশ প্রোগ্রাম ১৪ দিন ধরে চলবে। কিউলেক্স, এডিস মশা নিধনে আমার কার্যক্রম আগে আগে থেকেও চলে আসছে। সারাবছর চলবে। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। যেখানেই লাভা পাওয়া যাবে সেখানেই ধ্বংস করা হবে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে রক্ষা পাবো বলে আশা করছি।
×