ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

প্রকাশিত: ২৩:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ল ইংল্যান্ড। রান তাড়ায় রেকর্ড ফিফটিতে দলকে পথ দেখালেন কুইন্টন ডি কক। তবে জয়ের জন্য যথেষ্ট হলো না তা। রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েন মর্গ্যানের দল। ডারবানে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ রানে জিতেছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে ইংলিশরা। জবাবে ২০২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বড় রান তাড়ায় স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন টেন্ডা বাভুমা ও ডি কক। পাওয়ার প্লেতে দুজনে যোগ করেন ৬৯ রান। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই জুটি ভাঙেন মার্ক উড।সীমানায় স্টোকসের হাতে ধরা পড়েন ডি কক। ২২ বলে ৬৫ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে মারেন ৮টি ছক্কা। এই ইনিংস খেলার পথে মাত্র ১৭ বলে ফিফটি পূরণ করেন প্রোটিয়া অধিনায়ক। টি-টোয়েন্টিতে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের এটাই দ্রুততম ফিফটি। উডের পরের ওভারে ফিরে যান বাভুমাও। ইনিংস লম্বা করতে পারেননি প্রমোশন পেয়ে তিনে নামা ডেভিড মিলার। রাসি ফন ডার ডাসেন এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত। শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। টম কারানের প্রথম বলে রান না পেলেও পরের দুই বলে ছক্কা, চার হাঁকিয়ে সমীকরণ নাগালে নিয়ে আসেন ডোয়াইন প্রিটোরিয়াস। চতুর্থ বলে আসে দুই রান। শেষ দুই বলে তিন রানের সহজ হিসাব মেলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। চার বলে মাত্র দুই রান করে লুঙ্গি এলগিডির বলে উইকেটের পেছনে ধরা পড়েন জস বাটলার। দ্বিতীয় উইকেট ৫২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ২৯ বলে ৪০ রান করেন রয়। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৫। পাঁচে নেমে ৪ টি চার ও দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন স্টোকস। শেষ দিকে মইন আলির ১১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে দুইশ পার হয় সফরকারীদের সংগ্রহ। ৪ ওভারে ৪৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার এনগিডি। রবিবার হবে সিরিজের শেষ ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২০ ওভারে ২০৪/৭ (রয় ৪০, বাটলার ২, বেয়ারস্টো ৩৫, মর্গ্যান ২৭, ডেনলি ১, স্টোকস ৪৭*, মইন ৩৯, জর্ডান ৭, কারান ০*; ফোরটান ২-০-১৫-০, হেনড্রিকস ৩-০-৪৫-০, এনগিডি ৪-০-৪৮-৩, ফেলুকওয়ায়ো ৪-০-৪৭-২, শামসি ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-১৭-১) দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০২/৭ (বাভুমা ৩১, ডি কক ৬৫, মিলার ২১, ফন ডার ডাসেন ৪৩*, স্মা টস ১৩, ফেলোকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ২৫, ফোরটান ০; মইন ৩-০-৩৬-০, কারান ৪-০-৪৫-২, জর্ডান ৪-০-৩১-২, রশিদ ৩-০-৩৪-০, উড ৪-০-৩৯-২,স্টোকস ২-০-১৬-১) ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: মইন আলী
×