ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু রোগে প্যারাগুয়েতে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ডেঙ্গু রোগে প্যারাগুয়েতে ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে এ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। এছাড়া আরও ৮৯ জনের মরদেহ পরীক্ষা করে দেখা হচ্ছে ডেঙ্গুতেই তাদের মৃত্যু হয়েছে কি না। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করা এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার মানুষ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে ৫৭ হাজার আক্রান্ত ছিল যা এই সপ্তাহে বেড়ে ৮৫ হাজার হয়েছে। এদিকে, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে ২০১৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশটিতে ২৫০ জন প্রাণ হারায়। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের সব হাসপাতালেই ডেঙ্গু রোগীরা ভিড় জমিয়েছেন। এতে চিকিৎসা দিতে মোটামুটি হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। সূত্র : নিউইয়র্ক টাইমস
×