ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন আদালতের মাধ্যমেই মিমাংসা হতে পারে ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন আদালতের মাধ্যমেই মিমাংসা হতে পারে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয় বরং আদালতের মাধ্যমেই মিমাংসা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন বেগম খালেদা জিয়া এ দেশের সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় রেখে সরকার তাঁর সুচিকিৎসা দিচ্ছেন। কোন অবহেলা করার প্রশ্নই ওঠে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমলীর দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কাছে মানবিক আবেদন করেছেন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেছেন- খালেদা জিয়ার পরিবারের মানবিক আবেদনও আদালতেই মিমাংসা হতে পারে। যেহেতু বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে রয়েছেন, সেহতেু আদালতেই তার জামিন বা মানবিক আবেদন মিমাংসার উপযুক্ত স্থান। তিনি আরো বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গী দমন করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরো বলেছেন আওয়ামীলীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন করেছে। মোহাম্মদ নাসিম শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্বার শান্তি কামনা সহ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী ইসহাক আলী, পৌর আওয়ামীলীগের সাধাণ সম্পাদক দানিউল হক মোল্লা,অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×