ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ই-কমার্স নিয়ে স্বপ্ন দেখেন সৌরভ

প্রকাশিত: ০৭:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 ই-কমার্স নিয়ে স্বপ্ন দেখেন সৌরভ

রেজা নওফল হায়দার ॥ স্বপ্ন যাত্রায় গা ভাসিয়ে ছুটে চলছে বাংলাদেশ, এ যেন অগ্রগতির এক বিশাল পথ। বিশ্বের সব উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও অনেকটা এগিয়েছে স্ট্যান্ডার্ড ধ্যান, জ্ঞান, ও প্রযুক্তির সাথে। এই স্বপ্ন যাত্রার ধারা অব্যাহত রাখতে এবং দেশকে আরো উন্নয়নশীল করতে কাজ করছে দেশের তরুণ, যুবক একসাথে। দিন দিন বাড়ছে তরুণ উদ্যোক্তাদের সংখ্যা; তরুণরা দিনদিন ঝুকছে ই-কমার্স বিজনেসের দিকে। অনালাইন/ইন্টারনেটকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি অংশকে প্রযুক্তিমুখী করতে ই-কমার্স একটি ভালো মাধ্যম। ই-কমার্স প্রযুক্তিতে এগিয়ে থাকা বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও ই-কমার্স বা ই-বিজনেস প্রসারিত হচ্ছে মেধাবী তরুণদের হাত ধরে। সৌখিনডট কম, ৩ বন্ধুর শখের অনলাইন দোকান। সৌখিন নামটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে এখানে কি কি পাওয়া যেতে পারে; ঠিক তাই,এখানে আপনি পেতে পারেন ব্যতিক্রমধর্মী এবং সৌখিন সব পন্য। ০১ নভেম্বর ২০১৮, তিনজন তরণ উদ্যোক্তা সৌখিন সব সানগ্লাস এবং চশমার ফ্রেম দিয়ে শুরু করেন তাদের এই অনলাইন দোকান। আবদুল্লাহ আল মামুন, সৌরভ দেবনাথ, সারোয়ার হোসেন, তিন জনেরই পরিকল্পনা ছিল ব্যতিক্রম সব পন্য নিয়ে এগোবে। যেগুলো সচরাচর পাওয়া যায়না আর এইসব পন্য কিনতে গিয়ে ক্রেতারা বেশীর ভাগ সময় প্রতারিত হন। নিজেদের এই স্বপ্ন যাত্রায় সব কিছু ঠিকঠাকই চলছে, পড়তে হচ্ছে না ক্রেতাদের নিয়ে অতিরিক্ত ভোগান্তি নেই। ১ বছর পেরিয়ে ক্রেতাদের কাছ থেকে খুব ভালো সুনামও কুড়িয়েছে এই অনলাইন দোকান “সৌখিন”। ভিজিট করে আসতে পারেন সৌখিন এর ফেসবুক পেজ ঃ অথবা ওয়েব সাইটঃ এই লিংকে। সৌখিন অনলাইন শপের বিজনেজ এনালিস্ট সৌরভ দেবনাথ বলেন, “ অনলাইনে শখের জিনিস কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন, প্রতারণার হার কিছুটা কমে আসলেও এখনো প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বিশেষ করে শখের কোন পন্য কিনতে গিয়ে প্রতারণার শিকার হলে মানুষের আস্থা কমে যাওয়াটা স্বাভাবিক। আর উন্নয়নের ডানা মেলার সময়ই যদি ডানা ভেঙ্গে যায় তাহলে বিক্রেতা, ক্রেতা এবং অনলাইন বিজনেসের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। আর এসব দিক চিন্তা করেই আমরা লক্ষ্য বাস্তবায়নের ফল স্বরূপ শুরু করেছি আমাদের এই অনালাইন বিজনেস সৌখিনডট কম। এখন পর্যন্ত কোন ক্রেতা আমাদের কাছ থেকে পন্য ক্রয় করে প্রতারিত হয়নি, এবং ভবিষ্যতে ও হবেনা এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সৌখিনে এখন পাবেন সাধ্যের মধ্যে আকর্ষনীয় সব সান-গ্লাস কালেকশন এবং আধুনিক ডিজাইনের সব চশমার ফ্রেম। আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের হাত ধরে, তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই ”। Shokhinn Online Shopping, Facebook: , Web: https://shokhinn.com
×