ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোঃ শাহ নেওয়াজ। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। তিনি ভাটারা থানাধীন কুড়িল ইসলামী ফিকাহ একাডেমির একজন মোহাদ্দেস ছিলেন। নিহতের সহকর্মী ইউসুফ বিন মাসুম জানান, শুক্রবার সকালে টাঙ্গাইল মধুপুরের গ্রামের বাড়ি থেকে তার স্ত্রী ঢাকায় এসে বাস থেকে নেমে মেহদিকে ফোন দেয়। পরে তিনি কুড়িলের বাসা থেকে বের হন স্ত্রী-সন্তানকে আনতে। এ সময় তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন ট্রেন আসতে দেখেও তিনি দ্রুত পার হচ্ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস। ট্রেনটি তাকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
×