ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় প্রকৃতিপ্রেমিক মানুষের ঢল ॥ কোলাহলমুখর সৈকত

প্রকাশিত: ০৭:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

কুয়াকাটায় প্রকৃতিপ্রেমিক মানুষের ঢল ॥ কোলাহলমুখর সৈকত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ বিশ্ব ভালবাসা দিবস এবং বসন্তবরন একই দিনে হওয়ার মোক্ষম সুযোগকে হাতছাড়া না করতে কুয়াকাটায় হাজার হাজার পর্যটক-দর্শনার্থীর আগমন ঘটেছে। কুয়াকাটার ব্যবসায়ীদের দাবি এ মৌসুমের সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জমেছে শুক্রবার। প্রকৃতির নতুন সাজ এবং বিশ্ব ভালবাসা দিবসকে স্মরণীয় করতেই এসব প্রকৃতিপ্রেমিক মানুষের ঢল নামে কুয়াকাটায়। বৃদ্ধ, শিশু-কিশোর, যুবারাসহ সকল শ্রেণির মানুষ কাটাচ্ছে আমুদে সময়। কুয়াকাটার দুই কিলোমিটার জুড়ে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। তাঁদের পদচারনায় দীর্ঘদিন পরে কুয়াকাটা মুখর হয়ে আছে। কুয়াকাটা চৌরাস্তা থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত আগত পর্যটকের গাড়িতে রাস্তা আটকে গেছে। মানুষের পদভারে মুখরিত কুয়াকাটা এখন পরিণত হয়েছে কোলাহলমুখর। কোথাও তিল ধারনের ঠাঁই নেই কুয়াকাটায়। মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। যেন প্রাণ ফিরে এসেছে কুয়াকাটার। পিকনিক পার্টির ভিড়ও রয়েছে সৈকতপারে। শত শত প্রেমিযুগল থেকে শুরু করে নবদম্পতি দেখা গেছে কুয়াকাটার সৈকতজুড়ে। এ দিবসে কুয়াকাটার ইলিশ পার্কে বসেছে কাপল মেলা। শেখ কামাল সেতুর টোলপয়েন্টের দেয়া তথ্যানুসারে শুক্রবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত সাড়ে তিন শতাধিক বাস কুয়াকাটায় যাওয়ার খবর মিলেছে। এছাড়া মাইক্রো, প্রাইভেট কারসহ অন্যান্য গাড়িও রয়েছে শতাধিক। এ সুযোগকে কাজে লাগিয়ে চুটিয়ে ব্যবসা করছেন কুয়াকাটার হোটেল-মোটেল মালিকসহ সকল শ্রেণির ব্যবসায়ীরা।
×