ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ, আইসিইউতে

প্রকাশিত: ১১:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ, আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মুহাম্মদ সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কবি নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। কবি মুহাম্মদ সামাদ বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেয়া জরুরী। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি। কবি নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে কাশবন, বারহাট্টা, নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। বাবা সুখেন্দু প্রকাশ গুণ এবং মা বিনাপনি। বাবা-মার তিন মেয়ে এবং দুই ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট ছেলে। তিনি বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউট থেকে ১৯৬২ সালে দুই বিষয়ে লেটারসহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান। মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত উত্তর আকাশ পত্রিকায় নির্মলেন্দু গুণের প্রথম কবিতা ‘নতুন কান্ডারী’ প্রকাশ হয়। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। নির্মলেন্দু গুণের বেশিরভাগ কবিতায় অত্যাধুনিক দৃষ্টান্তবাদিতা পরিলক্ষিত। ’৬৬-র ছয় দফা আন্দোলনের সঙ্গে আত্মিকভাবে জড়িত ছিলেন তিনি। এরপর বাদ পড়েনি স্বাধীনতার পূর্বের ও পরের কোন বিপর্যয়। লিখেছেন একের পর এক শ্রেণীসংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী কবিতা। শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর প্রতিকূল রাজনৈতিক পরিবেশে যে-ক’জন কবি ও লেখক সোচ্চার হয়েছেন, তিনি ছিলেন অগ্রগণ্য। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করে।
×