ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালবাসায় সিক্ত ঘরে ফেরা আকবররা

প্রকাশিত: ১১:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ভালবাসায় সিক্ত ঘরে ফেরা আকবররা

মোঃ মামুন রশীদ ॥ দেশের জন্য অবিস্মরণীয় গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের সদস্যরা। দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য বয়ে এনেছেন তারা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে। শক্তিশালী ভারত অনুর্ধ-১৯ দলকে যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ৩ উইকেটে পরাস্ত করতেই দেশের ১৬ কোটি মানুষ উৎসবে মেতে ওঠেন। তারা অপেক্ষায় ছিলেন বিজয়ী বীরদের বরণ করে নিতে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক সংবর্ধনায় হাজারও মানুষের ঢল নামে। দেশে সেদিন বিমানবন্দরে পৌঁছুতেই আকবর আলীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া শুরু। বৃহস্পতিবার বিজয়ী দলের ক্রিকেটাররা নিজ নিজ এলাকায় পৌঁছেও মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। পথে পথে যুবা ক্রিকেটারদের দেয়া হয়েছে সংবর্ধনা। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি গান-বাজনায় বরণ করে নেয়া হয়েছে তাদের। অধিনায়ক আকবর তার জন্মস্থান রংপুরে, পেসার শরিফুল ইসলাম ও শাহীন আলম নিজ নিজ জন্মস্থানে, ওপেনার তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয় জন্মস্থান বগুড়ায়, চাঁদপুরে মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটওয়ারী, সিলেটে তানজিম হাসান সাকিব, নড়াইলে পেসার অভিষেক দাস অরণ্য, চট্টগ্রামে শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমন এবং কক্সবাজারে হাসান মুরাদ মানুষের ভালবাসা ও সংবর্ধনায় সিক্ত হয়েছেন। (বিস্তারিত খেলার পাতায়)
×