ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উখিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০

উখিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে উখিয়ায়। ঘটনাস্থল থেকে ১লক্ষ ৪০হাজার পিস ইয়াবা, ১টি লম্বা বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। নিহত মাদক কারবারি মংকিউ তংচঙ্গা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বাইশপফাড়ির চাচিংহ্লা তংচঙ্গার পুত্র। বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকার বেড়িবাঁধ দিয়ে ইয়াবার এক বিশাল চালান মিয়ানমার ধেকে প্রবেশ করার সংবাদ আগেই পেয়ে যায় বিজিবি। ওই সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল সেখানে অবস্থান নেয়। বৃহস্পতিবার ভোররাতে ৬-৭জন লোক বেড়িবাঁধ দিয়ে আসতে দেখে সতর্ক হয় বিজিবি। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে কাতরাতে থাকে মাদক কারবারি যুবক মংকিউ তংচঙ্গা। বিজিবি জওয়ানরা উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×