ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদী-লালপুর-বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রকল্প অনুমোদনে ভুক্তভোগিদের মনে স্বস্তি

প্রকাশিত: ০৪:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ঈশ্বরদী-লালপুর-বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রকল্প অনুমোদনে ভুক্তভোগিদের মনে স্বস্তি

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী-লালপুর-বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হওয়ায় ঈশ্বরদী অঞ্চলের মানুষের মনে স্বস্তি ফিরে পেয়েছে। দীর্ঘদিন পর গত মঙ্গলবার একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে চাঁপাই নবাব গঞ্জ যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক টি দীর্ঘদিন থেকে অনেকটা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি মেরামতের জন্য মানববন্ধন,সমাবেশ,ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে বিভিন্ন কর্মসূচি পালন ও দাবি তোলা হয়। ফলে এ অঞ্চলের নানা প্রকার প্রায় ৩০ লাখ ভুক্ত ভোগিদের সুবিধার্ধে দৈনিক জনকন্ঠে একাধিকবার খবরও প্রচার করা হয় সড়কটি মেরামতের জন্য। বিষয়টি জন গুরুত্বপূর্ণ ভেবে অবশেষে একনেকের সভায় উপস্থাপন করে পাস করানো হয়েছে। সড়কটিকে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্প হিসেবে পাস করানো হয়েছে। এতে ঈশ্বরদী (জেড-৬০০৬) থেকে -লালপুর-বাঘা- চারঘাট হয়ে রাজশাহীর সারদা বানেশ্বর পর্যন্ত সড়ক প্রস্স্ত করণ করা হলে বিভিন্ন প্রকার যানবাহনের সাথে ভুক্তভোগিদের সুবিধা বৃদ্ধি পাবে বলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই কারণে চাঁপাই নবাব গঞ্জ এ যাতায়াতও এ অঞ্চলের মানুষের জন্য সহজ হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের হস্তক্ষেপ ও প্রধান মন্ত্রীর আন্তরিকতায় প্রকল্পটি পাস করায় ঈশ্বরদীসহ পাবনা, নাটোর জেলাসহ ও রাজশাহী অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ভুক্তভোগিদের পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।
×