ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের সমুচিত জবাব দেয়া হবে: ইরান

প্রকাশিত: ২২:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের সমুচিত জবাব দেয়া হবে: ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ইরানের স্বার্থ-বিরোধী যেকোনো আগ্রাসী পদক্ষেপের সমুচিত ও অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেয়া হবে। একজন ইসরাইলি কর্মকর্তার হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন,ইহুদিবাদী ইসরাইলের ভিত্তি ও চরিত্রই হচ্ছে ফিলিস্তিনসহ প্রতিবেশী দেশগুলোর ভূমি জবরদখল করা এবং গত ৭০ বছরে তেল আবিব শুধু হত্যা, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও অপরের সম্পদ লুণ্ঠই করে গেছে। আমেরিকা ও ইসরাইলের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইরান দেশটিতে গেছে বলে জানান সাইয়্যেদ মুসাভি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কাজেই সিরিয়ায় নিজের স্বার্থ রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার লক্ষ্যে ইরান যেকোনো পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ কুদস দখলদার ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধংদেহী বক্তব্য ও হুমকির ব্যাপারে আন্তর্জাতিক সংস্থারগুলোর কাছে অভিযোগও জানিয়ে রাখবে। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত ইরানের বিরুদ্ধে দলিল-প্রমাণ ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন, তেল আবিব ইরানকে দুর্বল করার মাধ্যমে সিরিয়া থেকে বিতাড়িত করে ছাড়বে।#
×