ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধি পুত্রবধূকে ধর্ষণ, আটক ১

প্রকাশিত: ০৯:০০, ১১ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধি পুত্রবধূকে ধর্ষণ, আটক ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার কালীগঞ্জে ভোটমারী গ্রামে শারীরিক প্রতিবন্ধি পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে লম্পট এক শ্বশুরকে আটক করে গ্রামবাসিরা পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার পর আদালতের মাধ্যমে পুলিশ ধর্ষককে জেলহাজতে প্রেরণ করেছে। প্রতিবন্ধি পুত্রবধুকে ধর্ষণের ঘটনায় সোমবার রাত সাড়ে ১০ টায় শারীরিক প্রতিবন্ধি পুত্রবধু ধর্ষক শ্বশুরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার আজ মঙ্গলবার লালমনিরহাট সদর হাসপাতালে হয়েছে। ধর্ষক শ্বশুর পেশায় ভ্যানচালক আমাজাদ হোসেন ভোলা । উপজেলার ভোটমারী গ্রামের সফর উদ্দিনের ছেলে। থানা পুলিশ,গ্রামবাসি ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভ্যানচালক আমাজাদ হোসেন ভোলার ছেলের সাথে ৮/৯ মাস আগে বিয়ে হয় ১৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী ওই নারীর। বিয়ের পর হতে সে শ্বশুর বাড়িতে থাকে। কিন্তু তার স্বামী কাজের কারণে পাশ্ববর্তী জেলা পঞ্চগড়ে থাকতেন। স্বামী ছুটি পেলে মাঝে মাঝে বাড়িতে আসতেন। স্বামীর এই অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে প্রায় রাতে প্রতিবন্ধি গৃহবধুকে জোর করে ধর্ষণ করতো লম্পট শ্বশুর। গতকাল সোমবার দুপুর ১২টায় বাড়িতে কেউ ছিল না। এই সুয়োগে ভ্যান চালক আমজাদ হোসেন ভোলা তার ছেলের বউকে ধর্ষণ করে। শ্বশুরের এমন অত্যাচারে অতিষ্ট হয়ে উঠে শারীরিক প্রতিবন্ধি পুত্রবধু। সে ধর্ষনের সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। এসময় গ্রামবাসিরা লম্পট শ্বশুরকে হাতেনাতে আটক করে। গ্রামবাসিরা থানা পুলিশকে খবর দেয়্ পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। লালমনিরহাটে হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করতে আসা শারীরিক প্রতিবন্ধি নারী জানান, তার শ্বশুর তার স্বামী ও তাঁকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করতেন। বিষয়টি কাউকে বললে চেলের সাথে বিয়ের সর্ম্পক বিচ্ছেদের হুমকী দিতেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোঃ সাজ্জাদ জানান, গ্রামবাসির খবর দিলে ঘটনাস্থল দ্রুত ছুটে জান তিনি। পরে প্রতিবন্ধি পুত্রবধুকে ধর্ষণ করার অপরাধে শ্বশুর আমজাদ হোসেন ভোলাকে আটক করা হয়। এ ঘটনায় রাতে ওই পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করে। পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার করতে মঙ্গলবার হয়েছে বলে জানান। লম্পট শ্বশুর কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
×