ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন আসামি যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন আসামি যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় বাদাম ব্যবসায়ী হাবিল ব্যাপারীকে হত্যা মামলায় তিন আসামি প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- রবিউল ইসলাম, মোঃ আনিছুজ্জামান ওরফে আনিছ ও মোঃ গোলাম সরোয়ার ওরফে সরু। এরা সবাই ঝিনাইদহ জেলার বাসিন্দা। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর ইসলামি বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ২৩ কিলোমিটার পোষ্টের পশ্চিম পাশে ডোবার পানি থেকে বাদাম ব্যবসায়ী হাবিল ব্যাপারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দয়ের হলে তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম রেজাউল করিম ঘটনার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে আসামি রবিউল ইসলাম, মোঃ আনিছুজ্জামান ওরফে আনিছ ও মোঃ গোলাম সরোয়ার ওরফে সরুর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ২৭ এপ্রিল ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে এ দন্ডাদেশ প্রদান করেন। নিহত ব্যবসায়ীর বাড়ি কুষ্টিয়ার জামালপুর গ্রামে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিউকিটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ এনামুল হক ও মোঃ তোফাজ্জেল হোসেন।
×