ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বাজার কমিটির আধিপত্য বিস্তারে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৮:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

টঙ্গীতে বাজার কমিটির আধিপত্য বিস্তারে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর টিএন্ডটি বাজারে ভিটি ভাড়া বাড়ানো এবং আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হচ্ছেন, কামরুল হাসান লিটন (৪২), রিফাত (২২), আমির হামজা (১৬) ও জসিম (২৬)। এদেরকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর কার্যালয়ে ঝামেলা মিমাংসার একটি বৈঠক চলছিল। এ সময় বাজার কমিটির দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে কাউন্সিলর সাদেক আলী ঘটনাটি তাৎক্ষণিক মিটমাট করে দেন। পরে কাউন্সির অফিস থেকে বের হয়ে পুনরায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
×