ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার আকবরকে গণসংবর্ধনা দেবে রসিক

প্রকাশিত: ০৮:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার আকবরকে গণসংবর্ধনা দেবে রসিক

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার আকবর এর রংপুর সিটিস্থ জুম্মাপাড়ার বাসায় গিয়ে পিতামাতার সাথে দেখা করেন ও ফুলের শুভেচ্ছা জানান রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম। সোমবার রাতে নগরীর পশ্চিম জুম্মাপাড়ায় অবস্থিত সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দলকে জেতানোর নায়ক ক্রিকেটার আকবরের বাসায় গিয়ে তার পিতা মোঃ মোস্তফা হোসেন এবং মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের পিতামাতাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি মুখ করান। পরে একটি কেক কাটা হয়। জেলা প্রশাসক আসিব আহসান জানান, ক্রিকেটার অধিনায়ক আকবর ভালো ক্রিকেট খেলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী করে বাংলাদেশকে খেলাধুলার জগতে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সেই সাথে বাংলাদেশের মধ্যে রংপুরবাসীকে গর্বিত করেছেন। বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আকবর রংপুরের ক্রীড়াঙ্গনকে দেশের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আকবরের সাথে রংপুরের ক্রীড়াঙ্গন আছে আগামীতে থাকবে। আমরা আকবরের হাত ধরে আগামীর ক্রিকেট দুনিয়ায় আরো ভালো কিছু প্রত্যাশা করি। এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরকে নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান। জুনিয়র টাইগার অধিনায়ক আকবর আলী রংপুরে এলে তাকে বীরোচিত সংবর্ধনা প্রদান করার ঘোষণা দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। গণসংবর্ধনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশের বিশ্বকাপ জয় এটা বলতেই আকবর নামটা চলে আসবে। আকবর শুধু রংপুরের গর্ব নয় সারাদেশের গর্ব। ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব। আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। অন্য সবার মত সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাও একই স্বপ্ন দেখেন। রসিক মেয়র বলেন, আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া হোক। এতে করে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে। এসময় রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের এই ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সকল খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
×