ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদ্য মন্ত্রণালয়ে দূর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না ॥ খাদ্য মন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

খাদ্য মন্ত্রণালয়ে দূর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না ॥ খাদ্য মন্ত্রী

নিজস্ব সংবাদদাত, পটুয়াখালী ॥ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ে কোন ধরনের দুর্নীতি কিংবা অনিয়ম বরদাস্ত করা হবে না।'কৃষকদের যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে ২০২০ সালে আমন ধান সংগ্রহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্য মন্ত্রী আরও বলেন, কৃষকের সুবিধার কথা বিবেচনা করে সারা দেশে ২শ টি পেডি সাইলো নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে কৃষকরা ভেজা ধান সরাসরি গুদামে সরবরাহ করতে পারবে। পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড.মোছাম্মৎ নাজমানারা খানুম। সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড গোলাম সরোয়ার। খাদ্য বিভাগের পরিচালক (সরবরা, বন্টন ও বিপনন বিভাগ) মোঃ আমজাদ হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন প্রমূখ। এবার পটুয়াখালী জেলায় প্রথমবারের মত ১৬ হাজার ৭’শ ৮০ মেট্রিকটন আমন ধান ২৬ টাকা কেজি দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করে ধান ক্রয় করছে। ইতিমধ্যে ৪৬৭৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে।
×