ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আগুনে তিন গাভী জীবন্ত দগ্ধ

প্রকাশিত: ০২:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

মুন্সীগঞ্জে আগুনে তিন গাভী জীবন্ত দগ্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি পশ্চিমপাড়া গ্রামে তিনটি গাভী জীবন্ত দগ্ধ হয়েছে। ভস্মিভূত হয়েছে পাঁচ বসতঘর। আহত হয়েছে এক শিশু। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খোরশেদ ফকিরের পুত্রের পাঁচটি বসতঘর তনিটি পালের গাভী পুড়ে যায়। আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ভূক্তিভোগীরা জানান। জরুরি কাগজাদি পুড়ে গেছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে তার আগেই গবাদি পুশু এবং বসত ঘর ছাই ভুস্মভূত হয়। এছাড়া বাড়িটির মো. হোসেন আয়নালের মেয়ে এলাম আক্তার (৫) আগুনে পুড়ে আহত হয়েছে। এলামকে স্থানীয় চিকিৎসা দেয়া হচ্ছে। খোরশেদ ফকির জানান, তারা সবাই ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে এক রিক্স চালক দৌড়ে এসে চিৎকার করে ডাকে। কোনমতে তারা বেরিয়ে জীবন রক্ষা করেন। শিশু এনাম ঘরে আটকা পরে। তাকে বের করতে গিয়েই সময় চলে যায়। এদিকে গোয়াল ঘরে তালা দিয়ে রাখা গরুগুলোকে আর উদ্ধার করা যায়নি। চোরে ভয়ে গিরস্তরা গরুগুলো তালা দিয়ে বেধে রাখে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনন্দ কুমার রায় জানান, ৫টি ঘর ও তিনটি গাভী পুরে তাদের হিসাবে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, রান্না ঘরে চুলার আগুন থেকে আগুন ছড়িয়ে পরে। ঘরগুলো ছিল খুব পাশপাশি। এই সময় গোয়াল ঘরে বাধা তিনি গাভীই আটকা পড়ে জীবন্ত দগ্ধ হয়।
×