ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকাতি হওয়া ১৮টি গরুসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০২:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২০

ডাকাতি হওয়া ১৮টি গরুসহ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ৯৯৯ নম্বরে কলের সূত্র ধরে ডাকাতি হওয়া ১৮টি গরুসহ ৪ডাকাতকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহার করা দুটি ট্রাক। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রেস ব্রিফিংকালে তিনি জানান, গত ২৯ জানুয়ারী বনপাড়া-পাবনা মহাসড়কের ময়মনসিংহ গোরস্থান এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুইজন গরু ব্যবসায়ীকে জখম করে ২৪টি গরুভর্তি ট্রাক লুট করে ডাকাত দল। এসময় ভুক্তভোগীরা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি নাটোর জেলা পুলিশকে জানায়। পরে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৪ডাকাতকে আটক করা হয়। এসময় আটক ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লুট হওয়ার ২৪টি গরুর মধ্যে ১৮টি এবং দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার হওয়া ডাকাতরা সবাই সিরাজগঞ্জ এলাকার। প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাসসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
×