ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীতিমালা অনুযায়ী হাওড় রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

নীতিমালা অনুযায়ী হাওড় রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ জেলার হাওড় রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি রোধ এবং নীতিমালা অনুযায়ী সঠিক সময়ে হাওড় রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি (এসআইউ) এর কর্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা নুরুল হক আফিন্দির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা ও সুজন-জামালগঞ্জ উপজেলা কমিটি আহ্বায়ক মিসবাহ উদ্দিন। লিখিত বক্তব্যে জানানো হয়, সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত “সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ” জেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য কাজ করছে। আমরা মনে করি সুনামগঞ্জ জেলার সকল কাজের কেন্দ্রবিন্দুই হাওড়। হাওড়ের ফসল রক্ষা না হলে সুনামগঞ্জের মানুষ ও কৃষক সমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। জেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করে এবং হাওড় এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে হাওড় রক্ষা বাঁধের কাজের বিষয়ে নানা অভিযোগ সম্পর্কে অবগত হয়েছি। হাওড় রক্ষা বাঁধে যাতে অনিয়ম দুর্নীতি না হয় এবং নির্দিষ্ট সময় মধ্যে এ হাওরগুলোর কাজ যাতে সম্পন্ন করা যায় সে বিষয়ে গণমাধ্যমের সাহায্য সহযোগিতা চেয়েছেন বক্তারা। এছারাও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌল্লা, তাহিরপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি নজির উদ্দিন সহ সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্থরের নেতৃবিন্দ।
×