ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে খালে

প্রকাশিত: ০২:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

বরিশালে ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে খালে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে আজ মঙ্গলবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক বেইলী ব্রীজ ভেঙ্গে খালে পরেছে। এতে করে বরিশাল-বানারীপড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে নেছারাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ব্রীজটির মাঝ বরাবর উঠলে ব্রীজের আংশিক ভেঙ্গে ট্রাকসহ খালে পরে যায়। এরপর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রীজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলী ব্রীজটি নির্মাণ করা হয়। যা দিয়ে এতোদিন গাড়ি চলাচল করছিলো। মঙ্গলবার সকালে অস্থায়ী বেইলী ব্রীজটি ভেঙ্গে পরায় বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) যাত্রীদের নৌকায় করে পারাপার হতে দেখা গেছে।
×