ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে বরযাত্রীর বহরের গাড়ি থেকে মদ ও বিয়ার উদ্ধার

প্রকাশিত: ০২:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

বরিশালে বরযাত্রীর বহরের গাড়ি থেকে মদ ও বিয়ার উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাসে সোমবার দিবাগত রাত নয়টার দিকে তল্লাশী চালিয়ে আট বোতল বিদেশী মদ ও ২৪টি বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তিনজনকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো-ভোলার বোরহানউদ্দিন উপজেলার শুভ সাহা (৩০), মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকার রিপন সাহা (২৯) ও গৌরনদীর আশোকাঠী গ্রামের বাপ্পা সাহা (৩১)। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, সনাতন ধর্মাবলম্বী বরযাত্রীদের গাড়ি মহাসড়কের ইচলাদী টোল প্লাজা অতিক্রমকালে উপস্থিত থানা পুলিশের একটি মাইক্রোবাসের ওপর সন্দেহ হয়। পুলিশ ওই মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশী চালায়। এসময় সেখান থেকে ৪/৫জন পালিয়ে যায়। পরে তল্লাশী করে ২৪টি বিয়ার ক্যান ও আটটি বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক ও কালো রংয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে বরের গাড়িসহ বরযাত্রীবাহি ১২টি মাইক্রোবাস গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পুলিশ একটি গাড়ি তল্লাশী চালায়।
×