ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় এসি বিস্ফোরণ ॥ দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রকাশিত: ০১:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

পুরান ঢাকায় এসি বিস্ফোরণ ॥ দগ্ধ আরেকজনের মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে আল আমীন নামে ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। চিকিৎসকদের বরাত দিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে আল আমীনের শরীরের ১৪ শতাংশ পুড়ে গিয়েছিল। ইসলামপুরের লায়ন টাওয়ারে কম্প্রেসার বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে এ নিয়ে দুইজনের মৃত্যু হল। কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া জানান, ১২ তলা ওই ভবনে এসি মেরামতের কয়েকটি দোকান আছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে বসে এসি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আশিকুর রহমান আশিক (২০) সোমবার রাত সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরিফ নামে ১৮ বছর বয়সী আরও একজন এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
×