ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে এবার মাছ চাষীকে খুন

প্রকাশিত: ০৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২০

আত্রাইয়ে এবার মাছ চাষীকে খুন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার দিনগত রাতে নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৩৮) নামে এক মাছ চাষীকে গলা কেটে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এনিয়ে গত ২ সপ্তাহের ব্যবধানে আত্রাইয়ে ২জন হত্যার শিকার হলো। এবার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনয়িনের বাঁকা গ্রামের নিজ ঘরের মধ্যে থেকে ওই মাছ চাষীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। এর আগে গত ২৭ জানুয়ারি রাসেল নামে আর এক ব্যবসায়ী বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে দূর্বৃত্তরা। জানা গেছে, আরিফুল পড়াশোনা শেষে বাবার জায়গাজমিতে কৃষিকাজের পাশাপাশি এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে থাকেন। আরিফুল তার ব্যবসায়িক কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে যান। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ২টার দিকে তার চাচা রেজাউল ইসলাম তাকে ডাকতে আসে, কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষের দরজার সামনে যায়। দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করা মাত্রই গলা কাটা অবস্থায় রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর থানায় সংবাদ দিলে আরিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন জানান, কি কারণে এই হত্যাকান্ড হলো তার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধারের পর মাথার পিছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×