ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরফ্যাশনে প্রেমের ফাঁদে ফেলে যুবতিকে গণধর্ষণ, আটক ৫

প্রকাশিত: ০৯:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২০

চরফ্যাশনে  প্রেমের ফাঁদে ফেলে যুবতিকে গণধর্ষণ, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ প্রেমের ফাঁদে ফেলে ভোলার চরফ্যাশনের চর ফারুকী গ্রামের নিকটবর্তী বুড়াগৌরঙ্গা নদীর তীরে ভাসমান ট্রলারে শনিবার রাতে ২২ বছর বয়সী এক যুবতিকে গণ ধর্ষণ করেছে পাঁচ যুবক। চর মানিকা কোস্টগার্ড নদীতে অভিযানের সময় ভিক্টিমকে উদ্ধারসহ পাঁচ ধর্ষককে আটক করেছেন। তাদেরকে রবিবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। এঘটনায় ভিক্টিম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একটি মামলা করেছেন। থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আসামীদের গ্রেফতার দেখিয়ে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছেন। ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আইচা ৬ নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউছুফ হাসান সরদার (২০), দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের হাকিম দালালের ছেলে সোহেল রানা দিদার (২০), চর মানিকা ৩ নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহম্মদ সিকদার (২০), চরকচ্ছপিয়া ৪ নং ওয়ার্ডের ইসমাঈল ফকিরের ছেলে রিপন ফকির (২০), একই গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার (৩৫)। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, নদীতে অভিযানকালে শনিবার রাত সাড়ে তিনটার সময় একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে চেক করতে গেলে ভিতর থেকে এক নারী বাচাঁও বাঁচাও বলে চিৎকার দেয় এসময় ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়। ভিক্টিম জানিয়েছে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের ফাঁদে ফেলে সে পাঁচ যুবকসহ পালাক্রমে ধর্ষণ করেছে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার বরাত দিয়ে বলেন মামলার নং আসামী সোহেল রানা দিদারের সাথে ভিক্টিমের মোবাইল ফোনে ৫ মাস যাবৎ সম্পর্ক চলে আসছে। শনিবার ভিক্টিমকে দক্ষিণ আইচা আসতে বলে। ভিক্টিম বিকেলে দক্ষিণ আইচা আসলে । তার দুই বন্ধু রিপন ফকির ও ওয়াসেল আহম্মদ সিকদারসহ কুকরি নারিকেল বাগানে ঘুরতে গিয়ে রাত ১০ টা পর্যন্ত থাকে সেখানে। পরে তারা ইউছুফ ও মোকশেদকে ট্রলার নিয়ে যেতে বলে। রাতে ট্রলারটি জালে আটকে যায়। ট্রলারে ওই যুবতিকে প্রাণ নাশের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে । রাত ৪ টায় ট্রলারের কাছে কোস্টগার্ড পৌছলে বাচাঁনোর জন্য ওই যুবতি চিৎকার করে। পরে কোস্টগার্ড ভিক্টিমকে উদ্ধার সহ আসামীদের গ্রেফতার কওে রবিবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশে সোর্পদ করেন।
×