ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে জাবিতে অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে জাবিতে অনুষ্ঠান

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে রবিবার সকাল ১১টায় কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ এ্যালামনাই এসোসিয়েশন বেঙ্গলি লিটারেরি সোসাইটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে সংহতি সংযোগ-২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, এই অনুষ্ঠানের মধ্যদিয়ে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করি বাংলাদেশ-ভারত মৈত্রীর সম্পর্ক আরো দৃঢ় হবে। তিনি বলেন, দু’দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য প্রায় অভিন্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার প্রতি আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, ভাষা একটি পরিচয়। ভাষাকে দূর্বল করা সম্ভব হলে সেই ভাষাভাষির জাতিকে নতজানু করা যায়। তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠী সেই চিন্তাই করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সেন্ট জেভিয়ার্স কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের সম্পাদক ফাদার মিল্টন কস্তা, সংহতি সংযোগের আহবায়ক দীপন দাস, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. ছায়েদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর নাচে-গানে ও কবিতায় উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। এর আগে সেন্ট জেভিয়ার্স কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং মশাল প্রজ্বলন করে পদযোগে জহির রায়হান মিলনায়তনে উপস্থিত হন।
×