ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে গঙ্গা স্নানে দেশি-বিদেশি পুণ্যার্থীদের ভীড়

প্রকাশিত: ০৩:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২০

বোয়ালমারীতে গঙ্গা স্নানে দেশি-বিদেশি পুণ্যার্থীদের ভীড়

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ॥ মাঘী পূর্ণিমার পঞ্চমী তিথিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালী বাড়ি মন্দিরে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকেই কালী বাড়ি মন্দিরে পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে অনুষ্ঠিত গঙ্গা স্নানে কয়েক হাজার দেশি-বিদেশি পুণ্যার্থীরা অংশ নেন। এদিকে গঙ্গা স্নান উপলক্ষে প্রাচীন এই কালী বাড়ি মন্দির মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা জানান, প্রায় আট শত বছর ধরে এখানে গঙ্গা স্নানে পুণ্যার্থীরা অংশ নিচ্ছেন। এ বছরও ভারত ও নেপাল থেকে দেশি- বিদেশি ভক্তরা গঙ্গা স্নানে অংশ নিয়েছে। গঙ্গাস্নান উপলক্ষে মন্দির ও মেলা প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বোয়ালমারী থানা পুলিশ।
×