ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীতে আইনজীবীদের কোর্ট বর্জন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৩:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীতে আইনজীবীদের কোর্ট বর্জন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাত, পটুয়াখালী ॥ পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এ্যাড. বশিরুল আলমের কাছে চাঁদার দাবি এবং তার উপর হামলার প্রতিবাদে কোর্ট বর্জন ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। আজ রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ লাইনের সামনে দিয়ে সোনালী ব্যাংক মোড় হয়ে পুনরায় আইনজীবী সমিতির ভবনের হল রুমে সমাবেশ করে আইনজীবিরা। বিক্ষোভ মিছিলে ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড গোলাম আহাদ দুলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক এড হারুন অর রশীদ, সাবেক সভাপতি এ্যাড হারুন অর রশীদ এ্যাড আবুল কাসেম, এ্যাড ওহিদ সরোয়ার কালামসহ আইনজীবী সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় আইনজীবিরা বলেন, চাঁদা দাবি ও হামলার সাথে সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। হামলার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান আইনজীবিরা। তারা আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে এজাহার ভুক্ত আসামি গ্রেফতার আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
×