ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কোটি টাকার ইয়াবা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার ॥ গ্রেফতার-৪

প্রকাশিত: ০২:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২০

পটিয়ায় কোটি টাকার ইয়াবা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার ॥ গ্রেফতার-৪

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় কোটি টাকার ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ ৪জনকে পুলিশ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আবদুল মান্নানের পুত্র মো. মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার শেখ তোলা গ্রামের মো. শাহজাহানের পুত্র মো. নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মো. হুমায়ন কবিরের পুত্র মো. হাসমত কবির শাকিল (২১), নোয়াখালী জেলার শিংবাহুয়া গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)। তাদের কাছ থেকে ৪০ হাজার পিচ ইয়াবা, ১ হাজার ২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, দুইটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার মোজাফরাবাদ এলাকার মেসার্স নজরুল এন্ড কোম্পানীর একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলার বাড়ৈয়াহাট এলকার মো. ইসমাল (২৭), মিরসরাই উপজেলার সামশুল আলমের পুত্র নরশেদ আলম রনি (২১) ও কক্সবাজার জেলার ফরিদ (২৩) মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। কোটি টাকার ইয়াবা, বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এইসব তথ্য জানান। আজ রবিবার দৈনিক জনকণ্ঠের ১৪ পাতায় ‘পটিয়ায় ইয়াবার রমরমা কারবার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখ্য, চলতি মাসের ১ ফেব্রুয়ারী পটিয়া থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে মোছাম্মৎ লাইজু নামের এক মহিলা ইয়াবা পাচারকারী। পালিয়ে যাওয়া এই আসামিকে পুলিশ এক সপ্তাহেও ধরতে পারেনি।
×