ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় চারজন হামলাকারী গ্রেফতার

প্রকাশিত: ০৭:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় চারজন হামলাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় চারজন হামলাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জহিরুল ইসলাম ওরফে অপু (২৬), মোঃ রাসেল হাওলাদার (৩৫), মোঃ মাসুদ (১৮) ও মোঃ আলাউদ্দীন (২১)। এদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের সৎ ভগ্নিপতি। র‌্যাব-২ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিক বিল্লাহ জানান, হামলার সময়ের ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষ্যদের বর্ণনা অনুযায়ী শনিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন। পরে তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে অন্যান্য বাহিনীগুলোর মতো র‌্যাবও তদন্ত শুরু করে। তারা ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-২-এর একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের অন্য সহযোগীদের ব্যাপারে তথ্য-উপাত্ত দিয়েছেন। যাচাই-বাছাইয়ের পর পলাতক আসামিদের গ্রেফতার র‌্যাব-২-এর অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার মোহাম্মদপুর থানা-পুলিশ মোস্তাফিজুর রহমানের ওপর হামলায় জড়িত সন্দেহে ইসমাঈল নামের একজনকে গ্রেফতার করে। পরে তাকে একদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করে একদল দুর্বৃত্ত। অভিযোগ আছে, ওই দুর্বৃত্তরা স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেনের লোকজন। প্রথমে আহত সাংবাদিককে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার দিন দুপুরেই র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। সেখানে র‌্যাব ডিজি সাংবাদিকদের জানান, ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। মোস্তাফিজুর রহমানের ওপর হামলায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। পরে মামলা তুলে নেয়া হুমকি দিলে সাংবাদিক মোস্তাফিজুর থানায় জিডি করেন। বিক্ষোভ সমাবেশ ॥ সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী ও সাবেক কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল হোসেন জিসানসহ অন্য সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে আরডিজেএ। বক্তারা বলেন, সাংবাদিকদের কাজেই সংবাদ সংগ্রহ করা। সাংবাদিকরা সব পক্ষের সংবাদ সংগ্রহ করেন। এ দেশের সাংবাদিকরা যেভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হন, অন্য কোনো দেশে এরকম ঘটনা ঘটে না। অচিরেই সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র গঠন করেছে, কিন্তু সাংবাদিকদের ওপর হামলা, আঘাত বন্ধ হয়নি। এ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার, এটি প্রমাণ করতে চাইলে সাংবাদিকদের সুরক্ষা দিতেই হবে। আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, আরডিজেএ সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, ডিইউজে সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শাহজাহান মিয়া, দিনাজপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক একেএম ওবায়দুর রহমান, যুগ্ম সম্পাদক হুমায়ুন চিশতী প্র্র্রমুখ। বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা), দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
×