ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে ভিসি অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৫:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২০

  জাবিতে ভিসি অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও ভবন প্রদিক্ষণ করে মুরাদ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের তদন্ত ও শাস্তির দাবি করেন। সমাবেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের’ অন্যতম সংগঠক ও দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিষয়ে একটি পুস্তক বেরিয়েছে। আমরা ইউজিসিসহ সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রাখতে চাই আর কি কি প্রমাণ দিলে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। যে অভিযোগ উত্থাপন করা হয়েছে আপনারা যদি মনে করেন এটার তদন্ত করা দরকার তবে তদন্ত করুন।” বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক আতাউল হক চৌধুরী বলেন, “রাষ্ট্রের কাছে বলতে চাই আপনারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সঠিক তদন্ত এবং ব্যবস্থা না নেন তবে এর ফলাফল ভালো হবে না।” এর আগে গত বুধবার বিকেলে উপাচার্যের অপসারণের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি উপাচার্যের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল এবং ১২ তারিখ একই দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা।
×